Breaking News
Home / সারা দেশ / উখিয়ায় নৌকাডুবিতে ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার; জাতিসংঘের শোক

উখিয়ায় নৌকাডুবিতে ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার; জাতিসংঘের শোক

গতকাল ভোরে উখিয়ায় রোহিঙ্গাবাহী একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। ইউএনএইচসিআর এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ নৌকাডুবিতে চার রোহিঙ্গার মৃত্যুতে শোক জানিয়েছে।

জানা গেছে, একটি মাছ ধরার নৌকা নিয়ে প্রায় ৪০ জন রোহিঙ্গা রাখাইনের বুচিডং জেলা থেকে সাগর পথে রওনা হন। গতকাল ভোরে নৌকাটি জালিয়াপালং ইউনিয়নের উপকূলীয় এলাকা বাইলাখালী চ্যানেল দিয়ে উপকূলে উঠার চেষ্টা করলে প্রচন্ড ঢেউয়ের আঘাতে ডুবে যায়।

নিহতরা হলেন বুচিডংয়ের আকিয়াব গ্রামের মোহাম্মদ হালিমের ছেলে সিরাজুল হক (১৬), আবুল হাশেমের স্ত্রী জোহুরা খাতুন (৫৫), মুহম্মদ ইসলামের ছেলে এনামুল হাসান (৫) ও আলী জোহারের মেয়ে মিনারা বেগম (৫)। উদ্ধার করা ২১ জনকে কুতুপালং শরণার্থী শিবিরে পৌঁছে দেয়া হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

About superadmin

Check Also

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী যুবক নিহত

গোদাগাড়ী থানার ওসি হিপজুল আলম মুন্সি জানান, উপজেলার চর আষাড়াদহ ইউনিয়নের চর ভুবনপাড়া সীমান্তে শনিবার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *