Related Articles
ইংরেজি বছরের শেষ দিন থার্টি ফার্স্ট নাইটে রাজধানীতে বাড়ির ছাদসহ যে কোনো খোলা জায়গায় অনুষ্ঠানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।
আজ পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তার সার্বিক দিক ধরতে গিয়ে এ নিষেধাজ্ঞার কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন: ঢাকা মহানগরীর কোনো উন্মুক্ত স্থানে নাচ, গান, কনসার্টসহ কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। বাড়ির ছাদেও কোনো অনুষ্ঠান করা যাবে না। তবে চার দেয়ালের মাঝে উৎসব আয়োজন করতে পারবেন। ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায় এবং প্রকাশ্যে কোনো ধরনের জমায়েত, সমাবেশ বা উৎসব করা যাবে না। নববর্ষ উদযাপন উপলক্ষে উন্মুক্ত স্থানে নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান বা সমবেত হওয়া যাবে না। তবে অনুমতি সাপেক্ষে কিছু পাঁচ তারকা হোটেল থার্টি ফার্স্ট নাইটের অনুষ্ঠানের আয়োজন করা যাবে। রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কেউ অবস্থান করবেন না। মাদকদ্রব্যের অপব্যবহার নিয়ন্ত্রণে সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না। কোথাও আতশবাজি বা পটকা ফোটানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, বনানী ও বারিধারা এলাকায় রাত ৮টার পরে বহিরাগত কোনো ব্যক্তি বা যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া এসব এলাকায় বসবাসকারীদের সন্ধ্যা ৬টার ভেতরে নিজ নিজ এলাকায় ফিরে আসার অনুরোধ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি নির্ধারিত সময়ের পর পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে নীলক্ষেত ও শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে। গুলশান এলাকায় প্রবেশের জন্য কাকলি এবং আমতলি ক্রসিং উন্মুক্ত থাকবে। বেপরোয়া গতিতে চলাচলকারী যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে এবং মাতাল বা বেসামাল অবস্থায় কোনো চালক যেন গাড়ি চালাতে না পারে সেজন্য চালকের অ্যালকোহল টেস্ট করা হবে। এছাড়া, নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পর্যাপ্ত ইউনিফর্মধারী পুলিশ, সাদা পোশাকের ডিবির টিম, কাউন্টার টেরোরিজম, সোয়াট, বোম্ব ডিসপোজাল টিমের সদস্য ও ডগ স্কোয়াড মোতায়েন করা হবে। সূত্র: বিডিনিউজ২৪।