Related Articles
জ্বলতে জ্বলতে অবশেষে সাগরে ডুবে গেছে চীনা উপকূলে দুর্ঘটনা কবলিত তেল ট্যাংকার ‘সানচি’। চীনের গণমাধ্যম একথা জানিয়েছে।
জাহাজটিতে থাকা ৩২ জনের সবাই এখন মৃত বলেই জানিয়েছেন ইরানের কর্মকর্তারা। তাদের মাঝে ৩০ জন ইরানী ও ২ জন বাংলাদেশী।
৬ই জানুয়ারি রাতে পানামার পতাকাবাহী সানচি জাহাজটি ইরান থেকে তেল বহন করে দক্ষিণ কোরিয়ার দিকে যাচ্ছিলো। কিন্তু পূর্ব চীন সাগরের সাংহাই উপকূল থেকে ২৬৯ কিলোমিটার দূরে হং কংয়ের সিএফ ক্রিসটাল জাহাজের সঙ্গে সংঘর্ষে সানচিতে আগুন ধরে যায়।
ট্যাংকারটিতে এক লাখ ৩৬ হাজার টন তেল ছিলো। এক সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলতে থাকার পর, এটি ডুবে গেল। চীনের সেন্ট্রাল টিভি’র খবরে বলা হয়েছে, সানচিতে দুপুরের দিকে হঠাৎ করেই আগুনের মাত্রা বেড়ে গিয়ে এক পর্যায়ে সেটি ডুবে যায়।
কিন্তু এখন এটি ডুবে যাওয়ার ফলে নিখোঁজ ২৯ নাবিকের বেঁচে থাকার আর আশা নেই বলে জানিয়েছেন ইরানী কমান্ডো ইউনিটের মুখপাত্র।
দক্ষিণ কোরিয়ার একটি ও জাপানের ২টিসহ মোট ১৩টি জাহাজ আর ইরানের একটি কমান্ডো ইউনিট উদ্ধারে অংশ নিয়েছে।
জ্বলন্ত জাহাজটিতে তাপমাত্রা ছিল ৮৯ ডিগ্রি সেলসিয়াস (১৯২ ডিগ্রি ফারেনহাইট)।
কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ায় দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে। সিনহুয়া ও রয়টার্স।